মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ - ২০:০৩
খুলনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ছবক অনুষ্ঠান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সামন্তসেনা দারুচ্ছুন্নাত ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসা, রূপসা, খুলনায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং ১ম বর্ষের ছবক অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শিক্ষা কেন্দ্র, খুলনার অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
● আলহাজ্ব হযরত মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, সভাপতি, সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা।
●জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ ইমরান, মুহাদ্দিস, খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসা।
● জনাব মোহাম্মাদ রবিউল ইসলাম, সভাপতি, অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামন্তসেনা দারুচ্ছুন্নাত ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ শফিউদ্দিন নেছারী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইলমের গুরুত্ব ও ধর্মীয় জ্ঞানের মূল্য তুলে ধরে বলেন, মুসলমানদের উচিত প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.)-কে জান-মালের ঊর্ধ্বে মূল্যায়ন করা। তিনি হযরত আবু তালিব (আ.)-এর দৃষ্টান্ত টেনে উল্লেখ করেন, যিনি মহানবী (সা.)-কে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন।

বক্তব্যে তিনি আরও বলেন, অনেকে মনে করেন রাসূলুল্লাহ (সা.) চল্লিশ বছর বয়সে রিসালাত প্রাপ্ত হন—এটি সঠিক নয়; বরং চল্লিশ বছর বয়সে তিনি রিসালাতের ঘোষণা দেন।

অবশেষে তিনি ছাত্রদের উদ্দেশে আহ্বান জানান—শুধু পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ না থেকে ইসলাম নিয়ে গবেষণামূলক কাজে নিয়োজিত হতে হবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং নতুন শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান সম্পন্ন হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha